Saturday, October 29, 2022

দীপ্তনু চৌধুরী

প্রহসন 

নিঙড়ে নাও , তবুও পাবে না যাচিত তুষ্টি ...
ভরে উঠবে সে আবার , ছোবল দেবে বাহুল্যের বিষদাঁতে ,
যে কামশোষণে আহরণ করে চলেছো কলি - অমৃত , সে তোমায় একদিন মারবেই ...
লাশঘরের জীবাশ্ম থেকে আবার জন্ম নেবে তুমি ,
শতাব্দী পেরিয়ে যেতে যেতে ভক্ষণলোভের গতিপথ পাল্টায় মানবসমাজ , কচিমস্তিষ্ক যুবসমাজকে হাতিয়ার করে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...