Saturday, October 29, 2022

দীপ্তনু চৌধুরী

প্রহসন 

নিঙড়ে নাও , তবুও পাবে না যাচিত তুষ্টি ...
ভরে উঠবে সে আবার , ছোবল দেবে বাহুল্যের বিষদাঁতে ,
যে কামশোষণে আহরণ করে চলেছো কলি - অমৃত , সে তোমায় একদিন মারবেই ...
লাশঘরের জীবাশ্ম থেকে আবার জন্ম নেবে তুমি ,
শতাব্দী পেরিয়ে যেতে যেতে ভক্ষণলোভের গতিপথ পাল্টায় মানবসমাজ , কচিমস্তিষ্ক যুবসমাজকে হাতিয়ার করে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...