প্রেমের অবেলা
তোমার এখন খেলার বয়স
মন গুলো বুঝে না, এ খেলা
নয়ন হরিণী ডাঙর চাওনি
হারিয়ে যায় এ হৃদয় অবেলা।
লম্বা কালো কেশ,উড়ে সারাবেলা
এলোমেলো রুপকথার গল্পের
পরী বুঝি উঁকি দিয়ে যায়,
জীবন প্রেম খুঁজে, তোমাতে এবেলা।
আমার গল্প শুরু, হাসিতে হাসিতে
মাঠের সিঁড়িতে, বলা অন্তরের সুপ্ত প্রেম
নিবেদন খোলা আকাশের নীচে,
প্রকৃতি সেজেছে বসন্ত বাতাসে।
হঠাৎ করে বয়স যেন বয়স সন্ধির আঠারো
যৌবনের রঙ লেগেছে মনে
আমি কর্মী আজীবন ভালো বেসে যাওয়ার,
তোমার অন্তরে রঙিন ভালোবাসার উদ্যানে।
গভীর এই নিবিড় রাতে মনেতে বাসা
দিনেকের দেখা, সময়ে অসময়ে অল্প কথা
শাহজাহান মমতাজ প্রেম গাঁথা
তাজমহল সমাধি, আমাদের হবে।
তোমার হাসির সব রং গুলো
আছে আমার হৃদয় জুড়ে, সারাবেলা
সুখের বসত,দুঃখ গুলো কথা বলে,
শুধু তোমাতে হারিয়ে যায়, উদাস দুপুরে।
প্রেম বুঝে না বয়স আট থেকে আশি
দাদু স্বপ্ন দেখে, রাজকুমারীর প্রেমে পড়ার,
আমিও চিরনতুন তোমার প্রেমে
হৃদয়ের খিদে মিঠে না, সারাবেলার ভাবনাতে।
No comments:
Post a Comment