Sunday, October 30, 2022

লিটন শব্দকর

রোদরহস্য

পাখিঘরে জ্যোৎস্নামাখা কাকের ঠোঁটে
কথোপকথন ও ভাবের সূক্ষ্ম অন্তর্বয়ন
যে তটকথা যেমন উষ্ণতার লহরী চায়।

রাত খুবলে খেয়েই এক তপস্বীনি ভোর 
শরৎ কখনো এমনই নির্জন রোদরহস্য
উঠোনে বহেরার ছায়ায় প্রশ্নের ফরাস।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...