Sunday, October 30, 2022

লিটন শব্দকর

রোদরহস্য

পাখিঘরে জ্যোৎস্নামাখা কাকের ঠোঁটে
কথোপকথন ও ভাবের সূক্ষ্ম অন্তর্বয়ন
যে তটকথা যেমন উষ্ণতার লহরী চায়।

রাত খুবলে খেয়েই এক তপস্বীনি ভোর 
শরৎ কখনো এমনই নির্জন রোদরহস্য
উঠোনে বহেরার ছায়ায় প্রশ্নের ফরাস।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...