Sunday, October 30, 2022

অতনু রায় চৌধুরী


জীবন দেখি

দাঁড়িয়ে থেকে জীবন দেখি,
দেখি মানুষের চলে যাওয়া।
শহর জুড়ে এত হৈচৈ,
যেন পুরনো কিছু আবার ফিরে পাওয়া।
মানুষ হাঁটে মানুষের সাথে
হাতে হাত রেখে।
জীবন সুন্দর হয়তো এখানেই
মনের মানুষ যখন পাশে থাকে।
সুখের মুহূর্ত মুখে হাসি
দেখতেও ভালো লাগে।
এই শহরে একাই দাঁড়িয়ে থাকি আমি
এসব কিছুর ভিড়ে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...