Saturday, October 29, 2022

শান্তনু ভট্রাচার্য

ট‍্যাটু

তোমার ছেড়ে যাওয়া দুঃখ গুলো
আমাকে অক্ষে রেখে চক্রাকারে ঘোরে।

বাতাসের জন্য জানলার ছবি এঁকেছি কতবার
লাল লাল গোলাপে ভরে গেছে ইজেল
সেতো এক খাদহীন ভালোবাসার‌ই জন্য।

তবুও কেন শীতের মিঠেরোদ
একবারও দাঁড়ায়নি জীর্ণ এ চৌকাঠে,
মাখোমাখো জোছনায় দুচোখে রুমাল বেঁধে
কেউতো নিয়ে যায়নি দুর বসন্ত অরণ্যে।

এখন অক্ষরেখায় সূর্যাস্তের রঙ
পাখিরা ফিরে যায় ক্লান্ত পাখসাটে
রঙহীন তুলি হাতে আজও অপেক্ষা করি-

তাঁর গায়ে প্রেমের ট‍্যাটু এঁকে দেবো বলে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...