পরিকল্পনা
আমার ঘরে কোনো ধান নেই
তবুও ইঁদুর দৌড়ে ছাদে ছাদে।
যদি ঘরে ধান থাকত,তবে একটি বিড়াল পালতাম।
সে সামনে থেকে ধান পাহারা না দিলেও
ইঁদুর খেয়ে আমার ধান বাঁচাত।
নিজের পেটের খোরাকও হত।
মূলত এটি একটি অনুপমীয় পরিকল্পনা।
এই পরিকল্পনায় একটি রাষ্ট্রের সরকার চলতে পারে।
রাজনৈতিক দলগুলো মানুষের নজরে আসতে পারে;
নির্বাচন হতে পারে গরমাগরম।
তাতে অবশ্য আমার কিছুই না।
আমি কমদামী কিছু চাল পেলেই হয়।
পরিবার নিয়ে খেয়ে বেঁচে থাকলেই হয়।
No comments:
Post a Comment