Saturday, October 29, 2022

শ্রীমান দাস

জলতান্ডব

গভীরতা মাপবো বলে
জলের যতটা কাছে যাই
সে তার চেয়ে বেশী আগ্রাসী হয়ে ওঠে।

উত্তাল জোয়ারে সে যখন চঞ্চল
আমি তার বাঁধনহারা উচ্ছ্বাস দেখি,
দেখি তার পার ভাসানো গতিময়তা।

এ পারেই কতো দো-ফসলী বুনন
কত সুদূরপ্রসারী স্বপ্ন
তবু জলতান্ডব বারে বারে।

সে গভীর হলে নৌ ভাসাতাম
বোঝাই করে দিতাম যত চাওয়া পাওয়া,
অবগাহনে কুড়িয়ে নিতাম তৃপ্তির স্বাদ

কিন্তু গভীরতায় নয়,
স্বেচ্ছাচারী জল আগ্রাসী হতেই ভালোবাসে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...