Saturday, October 29, 2022

সৈকত মজুমদার

পরজীবী

হুইল চেয়ার,  
এমন জীবন আমি ছাড়াও পৃথিবীতে
অগণিত মানুষের! তবে কী তাদের
সবার জীবন আমার মতন বিষাদময়!

রোজ ভাবায়, যখনই 
কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার। 
একান্ত কাছের মানুষও তখন কত কথা শোনায়। 
রাত নিশুতি হলে একলা বিছানায় ছটফটে মরি
আর ইচ্ছামৃত্যুর বৃথা চেষ্টার পরিকল্পনা করি!

অথচ বাইরে সবাই দেখে-
আমি ভাল আছি, কিন্তু কেউই জানে না
নিজের ভিতর কতটা কষ্ট চেপে বেঁচে আছি। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...