Sunday, October 30, 2022

সঞ্জীব দে

মশাল

দেওয়ালে শিরদাঁড়া ঠেকিয়ে 
আকাশের  তারাগুণার সময় নয় এখন! 
কোল বালিশে মাথাগুজে হতাশা লুকাবার 
সময়ও নয়! 
অথবা টিভিতে করোনা করোনা খবর শুনে শুনে 
আতঙ্কিত হওয়ার সময়ও নয় এখন! বরং 

তীর্যক দৃষ্টিতে মাঝির অভিসন্ধি খোঁজো ---
বেনিয়ার অশ্রুতে আতস কাঁচ রেখে দেখো 
কতটুকু বিষের মিশ্রণে নীল করেছে নোনাজল! 

এতদূর হেঁটে এসে 
যে সাম্রাজ্যে এখনও মিট মিট কূপি জ্বলে 
যার নিচে নিশ্চিত অন্ধকার! 
প্রতিমুহূর্তে জীবন ক্রয় করতে করতে এগুতে হয় 
আত্মকেন্দ্রিক পথ ধরে ---

মেঘমালা ঢেকেছে দৃষ্টি , মায়াজাল ঢেকেছে মন 
যাঁরা বুঝে গেছে মায়া ও ছায়ার নিগূঢ়  রসায়ন,

 সময় উচ্ছিষ্ট করেনি কেউ, একশো আশি ডিগ্রি ঘুরে,
 অন্ধকার তাড়াতে মশাল ধরেছে হাতে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...