Sunday, October 30, 2022

সুস্মিতা দেবনাথ

শবের শহর

নক্ষত্রের আগুন ঝরা রাতে
আমার বোধগুলোকে খন্ড খন্ড করে 
ছড়িয়ে দিলে কোনো শবের শহরে।

সূর্যটাকে ঢেকে দিতে চেয়ে
ছড়িয়ে দিলে আঁধারের মেঘ,
নিস্তব্ধতায় গুমড়ে কাঁদে আমার অহমিকা
রাত জাগা নীরব শহরে।

একদিন এই শহরের ক্ষুধার্ত মিছিল
রোষানলে গর্জে উঠবে,
সেদিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে
অসভ্যতার এ নগ্ন প্রাচীর,
সেই গর্জমান মিছিলের সামনে
ধুলিসাৎ হয়ে যাবে তোমার বিবর্তন।

এখনও সময় আছে, ভাবো
নইলে ইতিহাস হয়ে যাবে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...