Sunday, October 30, 2022

মিঠু মল্লিক বৈদ্য

আবেগী মন

মনে পরে!অবজ্ঞা ভরে সেদিন যাকে 
ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে 
নিতান্তই অবহেলায় , অন্ধকারের অতল গভীরে
তলিয়ে যেতে দিতে চেয়েছিলে ওর সকল সত্ত্বা ,
হতাশার চাদরে মুড়িয়ে দিতে চেয়েছিলে
প্রত‍্যাশার সকল দুয়ার ,
আজ সে দাঁড়িয়ে সমুখে ; বাড়িয়ে হাত
তোমার সকল উৎকন্ঠা উপচে ফেলে
নুতন দুয়ার উন্মোচনে।

ছলনা, অমর্যাদার পরিহারে নিতান্তই ভালোবেসে , 
আত্মপরতার কপাট খুলে সে দেখিয়েছে আবারও
মানবিক সত্ত্বা, হিংসার আগুনে পুড়ে পুড়ে
আজ সে খাঁটি সোনা। তাই ভালোবাসার আগুনে
জ্বালিয়ে দিতে চায়  বিদ্বেষের ঝুপড়ি ।
আর পুড়ে যাওয়া বিদ্বেষের ছাই লেপটে গড়তে চায়
এক নতুন প্রজন্ম, যে প্রজন্মের মাথায় ছাতা 
হয়ে থাকবে রবীন্দ্র,বঙ্কিম, নজরুল জীবনানন্দ
আরও আরও দীপ্ত নক্ষত্র আর একটা আবেগী মন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...