আবেগী মন
মনে পরে!অবজ্ঞা ভরে সেদিন যাকে
ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে
নিতান্তই অবহেলায় , অন্ধকারের অতল গভীরে
তলিয়ে যেতে দিতে চেয়েছিলে ওর সকল সত্ত্বা ,
হতাশার চাদরে মুড়িয়ে দিতে চেয়েছিলে
প্রত্যাশার সকল দুয়ার ,
আজ সে দাঁড়িয়ে সমুখে ; বাড়িয়ে হাত
তোমার সকল উৎকন্ঠা উপচে ফেলে
নুতন দুয়ার উন্মোচনে।
ছলনা, অমর্যাদার পরিহারে নিতান্তই ভালোবেসে ,
আত্মপরতার কপাট খুলে সে দেখিয়েছে আবারও
মানবিক সত্ত্বা, হিংসার আগুনে পুড়ে পুড়ে
আজ সে খাঁটি সোনা। তাই ভালোবাসার আগুনে
জ্বালিয়ে দিতে চায় বিদ্বেষের ঝুপড়ি ।
আর পুড়ে যাওয়া বিদ্বেষের ছাই লেপটে গড়তে চায়
এক নতুন প্রজন্ম, যে প্রজন্মের মাথায় ছাতা
হয়ে থাকবে রবীন্দ্র,বঙ্কিম, নজরুল জীবনানন্দ
আরও আরও দীপ্ত নক্ষত্র আর একটা আবেগী মন।
No comments:
Post a Comment