Sunday, October 30, 2022

মিঠু মল্লিক বৈদ্য

আবেগী মন

মনে পরে!অবজ্ঞা ভরে সেদিন যাকে 
ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে 
নিতান্তই অবহেলায় , অন্ধকারের অতল গভীরে
তলিয়ে যেতে দিতে চেয়েছিলে ওর সকল সত্ত্বা ,
হতাশার চাদরে মুড়িয়ে দিতে চেয়েছিলে
প্রত‍্যাশার সকল দুয়ার ,
আজ সে দাঁড়িয়ে সমুখে ; বাড়িয়ে হাত
তোমার সকল উৎকন্ঠা উপচে ফেলে
নুতন দুয়ার উন্মোচনে।

ছলনা, অমর্যাদার পরিহারে নিতান্তই ভালোবেসে , 
আত্মপরতার কপাট খুলে সে দেখিয়েছে আবারও
মানবিক সত্ত্বা, হিংসার আগুনে পুড়ে পুড়ে
আজ সে খাঁটি সোনা। তাই ভালোবাসার আগুনে
জ্বালিয়ে দিতে চায়  বিদ্বেষের ঝুপড়ি ।
আর পুড়ে যাওয়া বিদ্বেষের ছাই লেপটে গড়তে চায়
এক নতুন প্রজন্ম, যে প্রজন্মের মাথায় ছাতা 
হয়ে থাকবে রবীন্দ্র,বঙ্কিম, নজরুল জীবনানন্দ
আরও আরও দীপ্ত নক্ষত্র আর একটা আবেগী মন।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...