Sunday, October 30, 2022

দেবাশীষ মুখোপাধ্যায়

জেগে থাকি অপেক্ষায়

বিকেলটা কেমন বদলে যাচ্ছে।              
পাহাড়ের গা বেয়ে অন্ধকার নেমে আসছে।  
ধীর পদক্ষেপে।
এখন তোর্সাকে ফেলে রেখে উঠে পড়া।
সবুজ ঘরে ফেরার পালা এবার।
সত্যিই কি ফিরতে পারে মন ?
নদীর কুলুকুলু বয়ে চলা বুকে নিয়ে
আলোর প্রতীক্ষা।
আবার এক সকাল।
আবার এক দিন।
প্রতীক্ষার শেষ কবে কে জানে !
মন জানে শেষের বাস্তব।
তবু অপেক্ষা,
যদি আর একবার
শুধু একবার ফিরে আসে সে.....
গাঙচিলের মতো নদীর জলে পা ডুবিয়ে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...