Sunday, October 30, 2022

শর্মিষ্ঠা ঘোষ

প্রত্যর্পণ

আজ কোনো শুদ্ধস্বরে নয়
আরশিতে থিরথির গরল
ধূমোজলে অমিয় বিষাদ
রেখেছে দুঃসংবাদ 
অংস হতে অংশচ্যূত       
জবানবন্দী 
কে কবে এঁকেছে বলো
রেখার আড়ালে ঝাঁপ দেয় 
প্রশ্নরা, মুহূর্তের
অনন্ত ডোবায়
তুমি নির্দোষ 
কেউ স্বেচ্ছায় ভিখারি বন্দী 
সমুদ্র তার শঙ্খনাভিতে তরঙ্গে  বেজে ওঠে 

যদি কোনো রং থাকে 
পুড়িয়ে দাও
ফিরিয়ে দাও
যা কিছু অনুচ্চারিত ইশারার জব্দ 
আজ অরণ্য রক্তিম
জলৌকা বর্ণে...

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...