দিন বদলের স্বপ্ন
কতো কাঠফাটা রোদ,
বিপদসংকুল বজ্রবিদ্যুৎ মাড়িয়ে
ওদের বেরিয়ে পড়ে কর্মমুখী হয়ে।
দু'দন্ড আয়েশের সুযোগ বঞ্চিত ওরা,
ক্ষুধার আগুন ওদের বড্ডো তাড়া করে
শূণ্য থালায় দুমুঠো ভাতের সন্ধানে।
ওরা শোসিত বঞ্চিত সর্বহারার দল
যাঁদের আর্তনাদ পৌঁছায় না রাষ্ট্রের কানে
অথচ ওরাই খাবার জোগায় রাষ্ট্রের মুখে ।
রাতের জোৎস্না মেখে ওদের চোখেও
স্বপ্ন নামে চালের ফুটো বেয়ে,
তন্দ্রাভাবে খেয়ে ওঠে দিন বদলের গান।
রাত পোহালেই ভাঙা বেড়ায় পথ করে
স্বপ্নগুলো উড়ে যায় অদৃশ্য পথ বেয়ে !
ওরা চির বঞ্চনা নিয়ে বাঁচে
স্রোতে ভাসা কচুরিপানার মতো।
বুকের তীব্র দহন নিয়েও বেঁচে থাকে
দিন বদলের স্বপ্নালু চোখে।
No comments:
Post a Comment