Saturday, October 29, 2022

অভীককুমার দে

পুনরুত্থান 


পরাজিত মানুষ দেখেছ কখনো ? 

যারা হেঁটে যায় অকারণ!

শুধু ক্লান্তি জড়িয়ে ঝিমিয়ে পড়ে সব,
ছত্রভঙ্গ মানুষ বলেই হয়তো
মাথা তুলতে পারে না।

পুনরুত্থান শিখে যায় যদি
পায়ের শব্দে জোয়ার উঠতে পারে নিশ্চিত। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...