Saturday, October 29, 2022

অভীককুমার দে

পুনরুত্থান 


পরাজিত মানুষ দেখেছ কখনো ? 

যারা হেঁটে যায় অকারণ!

শুধু ক্লান্তি জড়িয়ে ঝিমিয়ে পড়ে সব,
ছত্রভঙ্গ মানুষ বলেই হয়তো
মাথা তুলতে পারে না।

পুনরুত্থান শিখে যায় যদি
পায়ের শব্দে জোয়ার উঠতে পারে নিশ্চিত। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...