আগমনী
শরতের আকাশ, ভোরের শিউলি
কাশবনে কাশ।
তোমার অপেক্ষায় বসে থাকি
বারো মাস।
সময়টা এখন যাচ্ছে কঠিন,
তাও করছেন আশীর্বাদ মা;
শিউলি ফুলেরা গাছে গাছে ফুটে
জানাচ্ছে এসো এসো উমা
গগনে গগনে বাজিল শঙ্খ ধ্বনি,
মা আসছেন শুরু হল মায়ের আগমনী
নীল আকাশ,কাশের রঙে মাতল উঠে মন
ঢাকের কাঠি বলছে ডেকে মায়ের আগমন
ঢাকের আওয়াজ ঢ্যাংকু-রাকুর
শোনা যাচ্ছে মায়ের আগমনীর সুর।
No comments:
Post a Comment