Saturday, October 29, 2022

সংগীতা দাস

আগমনী

শরতের আকাশ, ভোরের শিউলি
কাশবনে কাশ।
তোমার অপেক্ষায় বসে থাকি
বারো মাস।

সময়টা এখন যাচ্ছে কঠিন,
তাও করছেন আশীর্বাদ মা;
শিউলি ফুলেরা গাছে গাছে ফুটে
জানাচ্ছে এসো এসো উমা
গগনে গগনে বাজিল শঙ্খ ধ্বনি,
মা আসছেন শুরু হল মায়ের আগমনী
নীল আকাশ,কাশের রঙে মাতল উঠে মন
ঢাকের কাঠি বলছে ডেকে মায়ের আগমন
ঢাকের আওয়াজ ঢ্যাংকু-রাকুর
শোনা যাচ্ছে মায়ের আগমনীর সুর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...