Sunday, May 29, 2022

কৃষ্ণ ধন শীল

রবি

গগন রবি ভাসে নভে পরম পিতা সে, 
চলে গেলে ভাবি আমি আলো দেবে কে!
আরেক রবি আছে প্রাণে সুখে সদা হাসি, 
বাংলা গুরু সে যে মণি তাকে ভালো বাসি। 
রবি বিনা আঁধার বাংলা সে বাঙালির প্রাণে,
আপ্লুত হই তাঁর ছড়াতে মন নাচে তার গানে। 

গীতাঞ্জলির কবি সে যে বিশ্বকবি নাম,
কবি গুরু বলে তাকে চিনে জগৎ ধাম।
লেখনী তাঁর সর্ব পথে যত অলি গলি, 
শুরুর কথায় তাঁর ছড়াতেই আদো কথা বলি। 
রবির কথায় ভানু বিনে রবি আসে মনে, 
আশা কেবল কাটাই জীবন ঘুরে রবির বনে!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...