রবিঠাকুরের প্রতি
রেখেছি তোমারে মনে,
দিন-রাত প্রতিটি ক্ষণে;
ব্যাকুল পুলকে দাড়িয়ে আছি দোয়ারে,
দিনমণি উদিলে দেখবো তোমার কবিতারে।
খুলবো 'চিত্রা'...
অনুভূতির পরশে দেখবো কবিতা,
ভালোবাসার স্ফুলিঙ্গের মনোসমাহারে,
পাতার পর্দা মুদলে ভরে মোর চিত্ত নিশীথ কাতরে।
বাক হয় বদ্ধ তোমার শূণ্যস্থানে,
আমারও হাঁটে না লেখনী তোমার গোপনে।
অরুণোদয়ে দেখি তোমার প্রশমের উপস্থিতি,
আজি কোন পানে লুকিয়ে, তোমার কলমের মতি।
বলো তুমি বলো! একবার তুমি বলো অহে রবিঠাকুর,
পারো না'কি বদলাতে আজকের এ দানবী লহর?
তোমার সৃষ্টিতে সজ্জনের মানসখানা হয় তিস্মিত;
অসৎ এর তবু একটু হলেও হয় ব্যাকুল চিত্ত।
অষ্টপ্রহরের অন্তে রজনীর সম্ভার,
শিকার হয় মানুষ স্বেচ্ছায় মাদকতার;
হে রবিঠাকুর! এ'কি তোমার দেওয়ার দৈব পথ?
এ'কি তোমার দেওয়া একান্ত মত?
দাও মতি শীঘ্রই - পরিবর্তনে এ পরিস্থিতি,
জ্বালাও পুনরায় পুরাতন প্রমা-বাতি,
বাড়িয়ে দাও নবযৌবনের গতি,
এই হৃদয় কামনা আজি তোমার প্রতি।
No comments:
Post a Comment