Monday, May 30, 2022

সম্পাদকীয়

সিদ্ধান্ত ও সংস্কারের মধ্যে বিশাল পার্থক্য থাকে, থাকে বিশাল সম্পর্কও। দুটোই বিশাল। দুটোই গুরুত্বপূর্ণ। এ সমাজ সংস্কার ও আমাদের সিদ্ধান্তের গুরুত্ব কোনোটাই কম নয়। এর মাঝেই আমাদের বেড়ে উঠা, সামনে চলা। এ যাবৎ যে কোনো প্রজন্মের মধ্যে সিদ্ধান্ত গ্রহনের নিপুণতা যাদের বেশি, তারাই রেখে গেছে ভালো অংশ আমাদের জন্য। আমরা তবুও চেষ্টা করি, কিছু ভালো করার। এর মাঝেই ভুলত্রুটি, প্রাপ্তি, অতৃপ্তি ও অনুযোগ। তবুও কিছু ভালো হোক, মঙ্গল হোক কিছু। সংখ্যাটিতে যারা লিখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আনন্দ ভাগাভাগি করছি। নমস্কার।

জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...