Thursday, May 12, 2022

রুপন সূত্রধর

জন্মদিন

জন্মদিন শুভ জন্মদিন,
পঁচিশে বৈশাখ, রবি কবির,
ঘরে বাইরে পুজে, সাকার ছবি।

জন্মদিন শুভ জন্মদিন
প্রভাতী বন্দনা,তব গানে গানে
বাঁচিয়ে রাখে জীবন মানে।

জন্মদিন শুভ জন্মদিন
বিশ্ববাসীর বিশ্বকবি 
তোমাতে মোরা করি আহরণ।

জন্মদিন শুভ জন্মদিন
আকাশ বাতাস রামধনু মেঘ,
সেজে উঠে, তব সুর মোহনায়।

জন্মদিন শুভ জন্মদিন
তোমা ছোঁয়া, যাদু টানে
নাচ গান ছড়াতে, শিশু মনে।

জন্মদিন শুভ জন্মদিন
ব্রতী মোরা প্রণামী ভাবনায় 
বেঁচে থাকা, গুরু বন্দনায়।
              

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...