Sunday, May 29, 2022

মিঠু মল্লিক বৈদ্য

প্রাণের ঠাকুর

বৈশাখের সোনালী প্রাতে
নব দিগন্তে দিবাকর উঠেছিল হেসে।
নব আশার ঝলমলে আলোয়
পৃথিবীর বুকে নূতন এসেছিল নেমে।

নূতনের কালে কানে বজে "এসো হে বৈশাখ,,,,,"
মনে ভাবি, বাংলার বুকে আজও সজীব  তিনি।
কত গান, কত ছন্দ,কত গল্প,কত প্রবন্ধ,
বাংলারে করেছেন মহীয়ান।

অন্তরে অন্তরে লুকায়িত যনি
হৃদয়ের আকুল আবেগে যাঁরে 
বিশ্বজগত আঁকড়ে বাঁচে, 
আমি তাঁরেই বিশ্বকবি জানি।

প্রেম,বিরহ,প্রকৃতি,সমাজ কিংবা দ্রোহ
সকল বপ্রে যাঁর অবাধ বিচরণ,
কলমের গোছানো শব্দমালায় যাঁর কুহক
তিনিই প্রাণের মানুষ, বিশ্বকবি রবীঠাকুর।

বছর আসে ঘুরে,আসে বৈশাখ
পঁচিশের সমাগমে বাংলায় জয়ের উল্লাস।
আবাল বৃদ্ধ বনিতা নতজানু যাঁর চরণতলে
বাংলা দীপ্ত সে-ই তোমারই ঔজস্বলে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...