Monday, May 23, 2022

অনুপম রায়

মেটামরফোসিস 


আমাদের বৃত্তের মত জীবনকে
রোজ আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র,রম্বস কিংবা যেকোন এক প্রকারের চতুর্ভুজ বানিয়ে ফেলি।
তারপর আর কি করা যাবে ভেবে 
চোখে ফেলি হতাশার ছাওনি। 
আমরা চেয়েছি, 
আমাদের কথাগুলো কেউ বলুক
কেউ কথাগুলো মন দিয়ে শুনুক 
আর জয়গান করুক আমাদের ব্যাথা বেদনার।
আমরা চেয়েছি,
আমাদের দুঃখ ঘোরে গান হোক
বৃষ্টির দিনে ময়ুরের মত নাচ হোক
চোখের জলে আনমনা সব ছবি হোক।

প্রেম হলে বিরহ,
রাজনীতি হলে মঞ্চ,
উপনিবেশবাদ হলে জাতীয়তাবাদকে
মাথা উঁচু করতে দেখেছি।
এসবের
অনেক দেখেছি রবির আলোয় দিনের বেলায়
নতুন আলোয় জীবন ভেলায়।

প্রিয় রবি,আমাদের বিশ্বাস
'তুমি নিয়মিত একটি কোণে বসে থেকে আয়োজন কর দিনের।'


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...