Saturday, May 14, 2022

অভীককুমার দে

গাছের কাছে


আমরা জল তোলা শিখেছি গাছের কাছে,
অথচ শিকড় ডোবানো শিখতে পারিনি আজীবন।

আমরা ফাঁকিবাজ
মনে করি- 
নিঃশব্দ গাছ কিছুই বোঝে না;

খাবারের জন্য আমরা
বেঁচে থাকি,
মেরে ফেলার জন্য না বোঝার ভান ধরে যে
তাকে লালন করি ঘরের ভেতর।

ঘর, তা-ও নিজের মতোই বাতাসে দোলে
আমরা জীবিত- মৃত শুয়ে থাকি পাশাপাশি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...