গাছের কাছে
আমরা জল তোলা শিখেছি গাছের কাছে,
অথচ শিকড় ডোবানো শিখতে পারিনি আজীবন।
আমরা ফাঁকিবাজ
মনে করি-
নিঃশব্দ গাছ কিছুই বোঝে না;
খাবারের জন্য আমরা
বেঁচে থাকি,
মেরে ফেলার জন্য না বোঝার ভান ধরে যে
তাকে লালন করি ঘরের ভেতর।
ঘর, তা-ও নিজের মতোই বাতাসে দোলে
আমরা জীবিত- মৃত শুয়ে থাকি পাশাপাশি।
No comments:
Post a Comment