Saturday, May 14, 2022

অভীককুমার দে

গাছের কাছে


আমরা জল তোলা শিখেছি গাছের কাছে,
অথচ শিকড় ডোবানো শিখতে পারিনি আজীবন।

আমরা ফাঁকিবাজ
মনে করি- 
নিঃশব্দ গাছ কিছুই বোঝে না;

খাবারের জন্য আমরা
বেঁচে থাকি,
মেরে ফেলার জন্য না বোঝার ভান ধরে যে
তাকে লালন করি ঘরের ভেতর।

ঘর, তা-ও নিজের মতোই বাতাসে দোলে
আমরা জীবিত- মৃত শুয়ে থাকি পাশাপাশি।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...