Thursday, May 26, 2022

চন্দন পাল

কান্ডারীর প্রতি

মনে হয়,
সুখে দুখে সহগমনের নাম ভালবাসা। 
আজীবন সঙ্গ দিয়ে নিলয় শোভাবর্ধনে বিরাজে প্রেম।
প্রকৃতি জাত কে যতনে লালনের নাম স্নেহ ।
আর আরাধ্যকে অনুসরণের নাম পূজা।

প্রেম, ভালবাসা কি ওয়ান টাইম পাসওয়ার্ড, সাময়িক!! 
ভাবছো স্বাধীনতায় বাঁধা, জীবনের স্বাদে বাঁধা !!
না! না! না! 
সব স্বাদে শিল্প নেই, সৌন্দর্য নেই, নেই শিশুর বাসযোগ্য ভূমি।
আসন দখল, ক্ষুধা নিবৃত্তি কৌশল, এক গুহাজীবন।

সবঘরে আলো না জাগান অবধি,
বহুভোগের কৃষ্টি সংস্কৃতি আমাদের বেমানান, 
বেমানান পরদেশে স্পর্ধাযোগ্য এ কলা।
নিজ পা য়ে দাঁড়িয়ে, পরদেশ দিয়েছে ভোগ বিতান ছাড়।
সাথে সঙ্গত ভূগোল বিজ্ঞান।

চর্চার সিঁড়ি ফেলে, 
বেঢপ সিঁড়ি বেয়ে ফল লাভ জৌলুশ হীন, কৃতিত্ব গর্বহীন।
সেদিন দূরে নয়, যখন আঙ্গুল তুলবে ভবিষ্যৎ !

ঐ দেখি, ফিরে আসে বুঝি,
প্রতিবেশী অনুশাসন, প্রশাসন, লজ্জা আভূষণ। 
এ ভূমি বুদ্ধ, বিবেকানন্দ, ঈশ্বরের লালিত ।
এ ভূমি সীতা সাবিত্রী দময়ন্তীর ।
কীর্তিমান আর সতীত্ব অহঙ্কারের ভূমিঅনুসারী কান্ডারী তোমাদের প্রণাম।

          

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...