Thursday, May 12, 2022

চন্দন পাল

জৈষ্ঠ্য

গরমের আঙ্গুল ধরে, ঘেমে ঘেমে, কে এলো গো পিছু,
বোরো আউশ, হিজল চাপা, পিঠে আম কাঁঠাল লিচু। 

ষষ্ঠী পূজা, আদর জামাই, নজরুল জাগে পাড়ায় পাড়ায়।
ঘরদোর সব করো পরিপাটি, মেঘে মেঘে জল ছলকায়।

ভোমামাছি ভনভন, মৌমাছি গুনগুন, বনে বনে জৈষ্ঠ্যমধু
পাট শাকে মাঠ সাজে,  সাজে কুমড়ো, কড়লা কচু।
 
রবি নজরুল দোসর ছবি, বোশেখ জৈষ্ঠ্য  গ্রীষ্ম ছায়।
আষাঢ়ের রথ, চেয়ে আছে পথ, আয় জৈষ্ঠ্য আয়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...