জৈষ্ঠ্য
গরমের আঙ্গুল ধরে, ঘেমে ঘেমে, কে এলো গো পিছু,
বোরো আউশ, হিজল চাপা, পিঠে আম কাঁঠাল লিচু।
ষষ্ঠী পূজা, আদর জামাই, নজরুল জাগে পাড়ায় পাড়ায়।
ঘরদোর সব করো পরিপাটি, মেঘে মেঘে জল ছলকায়।
ভোমামাছি ভনভন, মৌমাছি গুনগুন, বনে বনে জৈষ্ঠ্যমধু
পাট শাকে মাঠ সাজে, সাজে কুমড়ো, কড়লা কচু।
রবি নজরুল দোসর ছবি, বোশেখ জৈষ্ঠ্য গ্রীষ্ম ছায়।
আষাঢ়ের রথ, চেয়ে আছে পথ, আয় জৈষ্ঠ্য আয়।
No comments:
Post a Comment