Saturday, May 28, 2022

মৌসুমী গোয়ালা

প্রণমি তোমায়

যে সংকীর্ণ পথটা ধরে হাঁটতে শুরু করেছিলাম,
আচমকাই সেটা বাঁক নিল।
অনেকটা পথ অতিক্রমণের পর,
বাঁকের মোড়ে সংকীর্ণতার কোন ছাপ নেই,
হাতছানি শুধু উদারতার এক বিশাল আকাশের।
তার নিচে খানকতক ছোট বড় পাহাড়,
কোনটা ছড়ার, কোনটা ছোটগল্পের,
আবার কোনটা কবিতা, গান, উপন্যাস, নাটকের।
মাঝখানে দেখা যাচ্ছে রবির উজ্জ্বল হাসির স্পট রূপরেখা।

প্রথমে গেলাম ছড়ার পাহাড়ে,
ছোট নদীর হাঁটুজল পেরিয়ে পৌঁছলাম কবিতালোকে।
হঠাৎ গানের সুরে হারিয়ে গেল-
"আমার আপনহারা প্রাণ"।
সোপানের ধাপের শেষোক্তে পেলাম,
উপন্যাসের বৃহৎ গন্ডী।
'চার অধ্যায়' এর শেষে ছন্দপতন,
'রক্তকরবী'র সম্মোহনে বিমোহিত হলাম।
টনক নড়ল অদ্ভুত মায়াবী কন্ঠের জাদুতে
তিনি বললেন আজ তোর 'ছুটি'।

অবাক হলাম! আজানুলম্বিত মহান ব্যক্তিত্বের
সামনে এসে মাথা নুয়ে এলো।
মনে মনে বললাম কবিগুরু তোমায় প্রণাম।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...