Sunday, May 29, 2022

বিধর্ণা মজুমদার

চিরকুটের আঁইশ

বেদনাগুলি কেমন যেন চিরকুটের মতো
খুললে তা সম্পর্কে জানা যায়, 
না হলে অজানা তথ্য হয়ে থাকে । 
কতো দেখলাম নাট্যমঞ্চ;
কাউর না পাওয়ার বেদনা
কাউর পেয়ে হারানোর বেদনা
কাউর অনেক আছে
কিন্তু ধরে রাখতে পারে না, 
কেউ আবার অল্পকেই আকড়ে ধরে আছে 
অল্পের চেয়ে সমান্যটুকু বাড়তির প্রয়োজন, 
এই রঙ্গশালায় বিশ্বাসের খেলা হয়। 
এদিকে সত্য হাড়ে 
মিথ্যা মাথাচাড়া দিয়ে ওঠে, 
সবই ভাগ্যে লেখা আছে 
দাবি করেন মুনিঋষিরা। 
চিরকুট খুললেই জীবন, 
না খুললে সব ধূসর বর্ণের আভা ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...