Saturday, May 28, 2022

সুব্রত রায়

কবি প্রণাম

আজ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন
আনন্দ উল্লাসে মেতে থাকবে বাঙালীরা সারাদিন। 
উনার রচিত গান বাজবে প্রতি ঘরে ঘরে
শ্রদ্ধা নিবেদন করবে প্রানটি ভরে। 
প্রতিটি বাঙালীর গর্ব উনি
লেখার জগতে উনি হলেন সর্বজ্ঞানী। 
উনি আছেন আমাদের হৃদয়ে
উনার লেখা গল্প, কবিতা ছাপানো হয় আমাদের পাঠ্য বইয়ে। 
উনার লেখা নাটক
আমাদের বাস্তব জীবনের ফটক। 
আমরা উনার দেখানো পথে অগ্রসর হতে চাই
উনার জন্ম দিনে উনাকে এই বার্তা দিতে চাই। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...