কবি প্রণাম
আনন্দ উল্লাসে মেতে থাকবে বাঙালীরা সারাদিন।
উনার রচিত গান বাজবে প্রতি ঘরে ঘরে
শ্রদ্ধা নিবেদন করবে প্রানটি ভরে।
প্রতিটি বাঙালীর গর্ব উনি
লেখার জগতে উনি হলেন সর্বজ্ঞানী।
উনি আছেন আমাদের হৃদয়ে
উনার লেখা গল্প, কবিতা ছাপানো হয় আমাদের পাঠ্য বইয়ে।
উনার লেখা নাটক
আমাদের বাস্তব জীবনের ফটক।
আমরা উনার দেখানো পথে অগ্রসর হতে চাই
উনার জন্ম দিনে উনাকে এই বার্তা দিতে চাই।
No comments:
Post a Comment