Thursday, May 12, 2022

বিনয় শীল

সম্বিৎ

বিশ্বজুড়ে ক্ষুধার জ্বালা 
তৃষ্ণার় নাইরে  জল।
তার উপরে ধর্মের নামে 
চলছেরে কি ছল।

পুড়ছি মারছি ভাঙছি যত 
করছি রক্তে স্নান 
ততবেশি শিউরে উঠছেন 
খোদা ভগবান।

উৎকট সব দৃশ্য দেখে 
বিস্ময় চোখে থাকি।
স্নেহ-মায়া-প্রেম-প্রীতি সব 
উবে গেল নাকি?

আজকে শুধু জাগছে প্রাণে 
এই কথাটি যে।
নিজের বিচার নিজে করার 
সময় এসেছে।

শিক্ষক আমি, ধর্ম জ্ঞানী 
কবি হতে পারি।
লেখক কিংবা সমাজসেবক 
শাসন দন্ড ধারি।

ব্যক্তিগত ভাবে আমি 
যা বা যতটুকু।
তার চেয়েও  বড় প্রশ্ন 
মানুষ কতটুকু?

ধর্ম যদি মনুষ্যত্ব 
হরণ করে হায়
সেই ধর্ম দিয়ে আমার 
কিবা আসে যায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...