লহ প্রণাম
হে বীর, হে মহাপুরুষ
তুমি লহ মোর প্রণাম।
পদার্পণ করিয়াছিলে তুমি ২৫বৈশাখ।
দিয়াছিল তোমাকে রবীন্দ্রনাথ নাম ।
তুমিও রবির ন্যায়
কিরণ ছড়িয়াছ বারবার
তোমার আলোয়
আলোকিত করিয়াছ এই জগৎ সংসার
কতনা মহিমা
দেখাইয়াছ চমৎকার।
কখনো কবি, কখনো লেখক, কখনো বা চিত্রকার।
কতনা লিখিয়াছ গল্প উপন্যাস
পাঠকদের মনে জাগাইয়াছ আত্মবিশ্বাস
নিজ হস্তে সৃষ্টি করিয়াছ হাজার কবিতা।
উৎসাহিত হইয়া আজ আমারাও লিখি কবিতা।
সোন্দয সম্ভারে ভরপুর তোমার প্রতিভা
বিশ্বে করিয়াছে নাম।
হে বিশ্বকবি
তুমি লহ মোর শতকোটি প্রণাম।
No comments:
Post a Comment