Sunday, May 29, 2022

উজ্জ্বল ভট্টাচার্য্য

প্রাণের ঠাকুর

কেমন আছো ঠাকুর?
তোমার নোবেল পাওয়া যায় নি।
পেয়ে ফেলার চেষ্টাও নেই
ক্ষমা করে দিও।
তোমাকে নিয়ে কত কীটপতঙ্গ
যা মনে আসে রটায়
তুমি কি শোনো না?
দেখোনা তাদের নির্লজ্জতা?
কিছু একটা তো বলো,
আমরা যারা তোমাকে
ঘুমের মধ্যে জপ করি,
চোখ খুলে 
গৃহদেবতার সাথে ভক্তি করি
তাদের জন্য একটি হলেও
উত্তর লিখে দাও...

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...