Sunday, May 29, 2022

উজ্জ্বল ভট্টাচার্য্য

প্রাণের ঠাকুর

কেমন আছো ঠাকুর?
তোমার নোবেল পাওয়া যায় নি।
পেয়ে ফেলার চেষ্টাও নেই
ক্ষমা করে দিও।
তোমাকে নিয়ে কত কীটপতঙ্গ
যা মনে আসে রটায়
তুমি কি শোনো না?
দেখোনা তাদের নির্লজ্জতা?
কিছু একটা তো বলো,
আমরা যারা তোমাকে
ঘুমের মধ্যে জপ করি,
চোখ খুলে 
গৃহদেবতার সাথে ভক্তি করি
তাদের জন্য একটি হলেও
উত্তর লিখে দাও...

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...