দিঘিকথন
এমনিতে আমি সাধারণত কোনও স্বপ্ন দেখিনা,
রোজ রাতে তবু স্বপ্নে একটি দিঘির ছবি আসে
দিঘিতে থৈ থৈ জল, চারধারে উঁচু লোহার গ্রিল
গ্রিলের গা এখন নীল অধিকারবোধের লেপনে
এখানে সহস্র নিজস্বী স্মৃতি গ্যালারি তৈরি করে।
ঘুমটা গাঢ় হলেই শুনি কারা যেন ঝগড়া করছে
ঝগড়ার কথোপকথন ঠিক এইরকম
প্রথম ঝগড়ুটে : এই গ্রিল,লোহা,দিঘি আর জল
সব আমার, আমিপক্ষের।
দ্বিতীয় ঝগড়ুটে : এই দিঘির গভীরতা, সৌন্দর্য
সব আমার, আমিপক্ষের।
অপরদিকে দিঘি থেকে অনতিদূরে খিদের কুণ্ড
খিদের কুণ্ডগুলি অগণিত, কোনও রেলিং নেই।
জল নেই,বর্ষার জল নিমেষে ফুলকি হয়ে যায়
দলে দলে অনিচ্ছাকৃত ঝাঁপ, অত:পর অমরত্ব,
এখানের নিজস্বী স্মৃতি গ্যালারি তৈরি করে না।
No comments:
Post a Comment