সম্পাদকীয়
মানুষেরা কখনও সখনও বুদ্ধদেব। হুটহাট পথ দেখিয়ে চলে যান। এর মধ্যে কেউ কেউ বুদ্ধদেব গুহ। সুস্থ হতে হতে স্থির হয়ে গেলেন রবিবার। অন্তিম অভিবাদন জানাই।
ছেড়ে যাওয়া এক পার্থিব নিয়ম। বিয়োগের বছরে আর কত বেদনা আমাদের আছে জানি না। আগষ্ট আজীবন স্মরণের। মাথা নত করার মাস। হারানোর মাস। এ মাসের মনন স্রোতের ই-সংস্করণে সকলকে স্বাগত জানাই।
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত
No comments:
Post a Comment