তবুও প্রেম
প্রতিটি অন্ধকারে তোমাকে অনুভব করি শূন্যের শেষ বিকেলে হতাশা নিয়ে হাঁপিয়ে উঠে শহর
জলমগ্ন ছাঁদে হাটুগেরে বসে দেখেছি একটুকরো মেঘ বৃষ্টিকে ছুঁয়ে আদর করে পাশ কেটে চলেছে,
সমুদ্রমন্থনে হিমালয় অভিযানে তুমি আমি পাশাপাশি হেটে যায় বিশ্রামাগারের খোঁজে।
কখনও মেঘ কখনও বসন্ত কৃষ্ণচূরা গাছ অভিযোগ নিয়ে দাড়িয়ে থাকে,
এ শহর প্রেম বুঝে না!
প্রেম যে প্রেম! খোলা আকাশ বারন্ত শরীরের লাবণ্য,
তা ভুলে গেছে উতলা কৃষ্ণচূড়া।
শেষ বিকেলে সে ডাস্টবিনে অযথা সময় নষ্ট করে
খুচরো ভালোবাসার সন্ধানে ।
No comments:
Post a Comment