Tuesday, August 31, 2021

দিপ্সি দে

তবুও প্রেম

প্রতিটি অন্ধকারে তোমাকে অনুভব করি শূন‍্যের শেষ বিকেলে হতাশা নিয়ে হাঁপিয়ে উঠে শহর
 
জলমগ্ন ছাঁদে হাটুগেরে বসে দেখেছি একটুকরো মেঘ বৃষ্টিকে ছুঁয়ে আদর করে পাশ কেটে চলেছে,

সমুদ্রমন্থনে হিমালয় অভিযানে তুমি আমি পাশাপাশি হেটে যায় বিশ্রামাগারের খোঁজে।

কখনও মেঘ কখনও বসন্ত কৃষ্ণচূরা গাছ অভিযোগ  নিয়ে দাড়িয়ে থাকে,
এ শহর প্রেম বুঝে না!
প্রেম যে প্রেম! খোলা আকাশ বারন্ত শরীরের লাবণ‍্য,
তা ভুলে গেছে উতলা কৃষ্ণচূড়া।
শেষ বিকেলে সে ডাস্টবিনে অযথা সময় নষ্ট করে 
খুচরো ভালোবাসার সন্ধানে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...