Tuesday, August 31, 2021

মিঠু মল্লিক বৈদ‍্য

ধৃষ্টতা

যদি আকাশ হতেম
ভালোবাসার রামধনু ছড়িয়ে
রাঙ্গাতাম  প্রেমরঙ্গে।

যদি সূর্য হতেম
দীপ্ত আভায় ভরিয়ে
জ্বালাতাম বোধের বহ্নিশিখা।

হতেম যদি অংশুমালী
আলোর সিত ধারায়
ভরিয়ে দিতাম ধরনী।

যদি মুক্ত খেচর হতেম
আপন হরষে উড়তাম নভমাঝে,
সোহাগী কন্ঠে গাইতাম প্রেমগান।

যদি হতেম রিমঝিম বৃষ্টি,
শান্ত বরিষণে সকল দৈন‍্যতা
ঘুচিয়ে, শান্তির উড়ুপ বাইতাম।

হতেম যদি স্রোতস্বতী নদী,
উন্মুক্ত কবরীর শীতল প্রবহণে
সকল পাপাচার ভাসিয়ে দিতাম।

যদি মারুত হতাম,
উদাসীনতার বিসর্জনে
শুদ্ধতার বীনা বাজাতাম।

কিন্তু আমি কেবলই দ্বিপদী,
বিবেকের উদারতা ক্ষয়িষ্ণু,
ঘুনেভরা চেতনায়; আমিত্বের ধৃষ্টতা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...