Tuesday, August 31, 2021

গোপাল দে

কবিতারা এখন কথা বলে
                          
দীর্ঘদিনের অব্যক্ত অভিমান,
যন্ত্রণা আর অপমান 
ওরা মুখ বুজে সহ্য করেছে। 
প্রতিনিয়ত গেয়েছিল প্রেমের গান,
ভালবাসার গান, প্রকৃতির গান। 
আদরে বুকে জড়িয়েছিল 
আপন থেকে পর সবাইকেই। 
জানা-অজানা স্বপ্নে মোড়া ছিল
সেই শান্ত-স্নিগ্ধ সময়। 

এখন আকাশে অনেক কালো মেঘ। 
বাতাসে ভেসে বেড়াচ্ছে স্বার্থপরতা,
লোভ,লিপ্সা,কাম,ক্রোধের বিষাক্ত বাতাবরণ। 
চারিদিকে শুধু শোষণ অত্যাচার
আর আঘাত প্রত্যাঘাতের গল্প। 
কবিতারা এখন আর চুপ থাকবে না। 
শানিত কন্ঠে ওরা জবাব চাইবে
হিসাব চাইবে প্রতিটা আঘাতের। 
ভালোবাসা আর বিনয়ের বাণী অনেক হলো। 
বজ্রকন্ঠে ওরা এখনো প্রতিবাদী।
কবিতারা এখন কথা বলে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...