Tuesday, August 31, 2021

জয় দেবনাথ

অভিশাপ

আমাদের হাত পা বেঁধে জলে ফেলে রেখেছে যারা;
তাঁদের একটি বন্যা দাও!

আমাদের জলপঁচা দেহের দুর্গন্ধ দাও নির্দিষ্ট নাকে। আমরা মরে গেলে তাঁদের বাঁচিয়ে রাখো বহুকাল।

তুমুল দারিদ্রতার সাথে দীর্ঘায়ু কামনা করি বিশ্বাস নিয়ে এ যাবৎ খেলে গেছে যারা।

বাঁচিয়ে রাখার শুভকামনা ছাড়া আমাদের কোনো অভিশাপ নেই!

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...