Tuesday, August 31, 2021

দিপিকা রায়

আমাদের স্বাধীনতা

স্বাধীন ভারতের স্বাধীনতা
বাজছে আকাশ, পাতাল ডঙ্কা। 
হুঙ্কার গর্জন কন্ঠে, 
স্পর্শিত আকাশ চূড়ায়
আমাদের জাতীয় পতাকা। 

জাতি,ধর্ম ভুলে একত্রিত সবাই, 
জনগণমন সংগীত স্তম্ভের বাঁধনে। 

মুক্তির পথ ধরেছিল এইদিন, 
কত কান্না ফিরে পেল হাসি। 
কত মহাপুরুষের আত্মবলিদানে, 
পরাধীন জঞ্জাল পথগুলোও
আজ স্বাধীন রাজপথ। 

স্বাধীন দেশের স্বাধীন জয়গান, 
মুক্ত পথের মুক্তিযোদ্ধা
কাঙ্ক্ষিত হয়ে উঠোক, 
স্বাধীন বলিদানের বুকে। 
জলাঞ্জলিতো পরাধীনতার বুক চিরে, 
প্রজ্জ্বলিত হবে স্বাধীন প্রদীপ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...