Tuesday, August 31, 2021

দিপিকা রায়

আমাদের স্বাধীনতা

স্বাধীন ভারতের স্বাধীনতা
বাজছে আকাশ, পাতাল ডঙ্কা। 
হুঙ্কার গর্জন কন্ঠে, 
স্পর্শিত আকাশ চূড়ায়
আমাদের জাতীয় পতাকা। 

জাতি,ধর্ম ভুলে একত্রিত সবাই, 
জনগণমন সংগীত স্তম্ভের বাঁধনে। 

মুক্তির পথ ধরেছিল এইদিন, 
কত কান্না ফিরে পেল হাসি। 
কত মহাপুরুষের আত্মবলিদানে, 
পরাধীন জঞ্জাল পথগুলোও
আজ স্বাধীন রাজপথ। 

স্বাধীন দেশের স্বাধীন জয়গান, 
মুক্ত পথের মুক্তিযোদ্ধা
কাঙ্ক্ষিত হয়ে উঠোক, 
স্বাধীন বলিদানের বুকে। 
জলাঞ্জলিতো পরাধীনতার বুক চিরে, 
প্রজ্জ্বলিত হবে স্বাধীন প্রদীপ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...