Tuesday, August 31, 2021

পান্থ দাস

দেশ প্রেম

পরাধীনতার
বিশদ মনে
অসীম প্রতিবাদের
আগুন জ্বলে ৷

দেশ জননীর
চরন তলে
যেন প্রাণ ঢেলে দেই
রক্তদলে ৷

হলেন শহীদ
শত অমর কিশোর
হে বীর প্রসবিনী !
ভয়টা কি তোর ?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...