Tuesday, August 31, 2021

প্রীতম শীল

রক্তাক্ত স্বাধীনতা

অর্জিত স্বাধীনতার বস্ত্র খুলে,
উলঙ্গ করেছো যখন।
আমার দুচোখ দিয়ে অশ্রু জল,
গড়িয়ে পড়ছিলো তখন।
ধর্ষিতা স্বাধীনতা চিৎকার দিয়ে,
পায়নি কোনো বীরত্ব।
নখের আঁচরে খামছে স্বাধীনতা,
শরীর বেয়ে পড়ছে রক্ত।
এটাই যদি তোমাদের স্বাধীনতা হয়? 
আমি তবে হবো ঝাঁসি।
বোনের নগ্ন শরীর দেখার জন্যই কী?
ক্ষুদিরামের হলো ফাঁসি?
তবে আরও একবার ভিক্ষে চাইবো,
স্বাধীন ভারতের কাছে।
যে স্বাধীনতা আমরা পেয়েছি,
ধর্ষকের কাছে কি মিছে।
তবে আমাদের স্বাধীনতা কোথায় পাবো?
কার সাথে করে যুদ্ধ।
এমন স্বাধীনতার বাণী আমাদের,
করেনা আজ মুগ্ধ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...