Tuesday, August 31, 2021

নেহা মজুমদার

হায় রে মেয়ে


হায় রে মেয়ে কেন এলি তুই এ ভুবনে?
নিজের ইচ্ছার কোন দাম নেই যে তোর জীবনে!
পরের তরে নিজের জীবন করলি যে তুই দান
তবু কেন সমাজ তোকে করে না সম্মান?
তোকে দেবীরুপে পুজি তুই মাসিকে অশুচি..
তোর রুপের আগুনে আবার পাল্টে যায় রুচি
আপন কর্মে হলে ক্ষতি নিজেই করলি র্সবনাশ
পরকর্মে হলে দুর্গতি এ তোর ভাগ‍্যের পরিহাস..
কোথাও দেখি কুমারি পূজো দুর্গা পূজোয় গিয়ে
কোথাও দেখি নাবালিকার দিয়ে দিচ্ছে বিয়ে 
কোথাও আছে কাল্পনা চাউলা হয়ে দেশের গর্ব
প্রিয়াঙ্কা রেড্ডি আবার দেশের কলঙ্কের এক পর্ব!
নীরজা যখন শিশুকে বাঁচাতে নিজের দিল বলি..
চলুন না আমরাও তাদের মতো পথ ধরে চলি
কন্যা সন্তান যদি হয় পরিবারের বোঝা 
পৃথিবীতে পুরুষের বেঁচে থাকা হবে না অতো সোজা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...