Tuesday, August 31, 2021

বিনয় শীল

মিথ্যে মুখ

কাজল
সজল
জয়নাল ফজল,
গো বেচারায় মিশে ।
আলিম
জালিম
মঈদুল হালিম,
ওরা বা কম কিসে !

সরল
তরল
গুপ্ত গরল,
মিথ্যে শব্দ চাষী ।
লেখক
শেখক
নৈশ পেঁচক,
ভয় ভীতিকর হাসি ।

মালা
ঝোলা
তিলক তোলা,
মুখে সদাচার ।
হরি
হরি
আহা মরি,
কতো কদাচার ।

চিল্লা
চিল্লা
হামদুলিল্লা,
ওয়াজ মাহফিলে ।
ঘেউ
ঘেউ
বিষের ঢেউ,
মুমিন হুজুর মিলে ।

কথায়
কথায়
তোর কবিতায়,
মানবতার মলম ।
আবুল
বাবুল
কান্দে কাবুল
চুপ কেন তোর কলম !

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...