মিথ্যে মুখ
কাজল
সজল
জয়নাল ফজল,
গো বেচারায় মিশে ।
আলিম
জালিম
মঈদুল হালিম,
ওরা বা কম কিসে !
সরল
তরল
গুপ্ত গরল,
মিথ্যে শব্দ চাষী ।
লেখক
শেখক
নৈশ পেঁচক,
ভয় ভীতিকর হাসি ।
মালা
ঝোলা
তিলক তোলা,
মুখে সদাচার ।
হরি
হরি
আহা মরি,
কতো কদাচার ।
চিল্লা
চিল্লা
হামদুলিল্লা,
ওয়াজ মাহফিলে ।
ঘেউ
ঘেউ
বিষের ঢেউ,
মুমিন হুজুর মিলে ।
কথায়
কথায়
তোর কবিতায়,
মানবতার মলম ।
আবুল
বাবুল
কান্দে কাবুল
চুপ কেন তোর কলম !
No comments:
Post a Comment