Tuesday, August 31, 2021

কাজী নিনারা বেগম

জারজ গনতন্ত্র

‘‘বেপরোয়া বিহঙ্গ উড়ে চলেছি এক স্বাধীন  অমলিন ভালোবাসা খুঁজে। 
স্বাধীনতা যুদ্ধের একবিংশ শতাব্দীতে রচিত একটি নতুন অধ্যায়ে বর্ণিত এক রক্তের রাঙা সূরুযে।। 
সেই জারজ গণতন্ত্রের  একনিষ্ঠতার সহোদরা হয়ে,, 
 তেপান্তরের মাঠে ঠক্ ঠ্ক করা ঘোড়ার খুরে।
 বৈশিষ্ট্য ও একনিষ্ঠ গণতন্ত্রে আজ মানবিক মূল্যবোধের অবক্ষয়,
 বৈষম্য  আর    রাজনীতিবিদদের কূটনৈতিক চালে ভারতের মাটি আজ পচনশীল ।
 বুমেরাং আজ স্বাধীনতাসংগ্রামী নারী ও পূরুষের রক্তের দাগ।
 গান্ধীর নরমপন্থী আন্দোলন ও সুভাষচন্দ্র বসুর চরমপন্থী আন্দোলন ,,
আজ মাটিতে চাপা পড়া জীবাশ্ম !
 আবিষ্কৃত হবেনা আর স্বাধীন ভারতের ,,
সেই সশস্ত্র সংগ্রামের ইতিহাস !’’

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...