জাত
লড়াইটা হোক ভাতের জন্য
জাতের জন্য নয়,
সকলের পাশে দাঁড়ানোটাই এখন
মানুষের পরিচয়।
ভুখা পেট নিয়ে দিন কাটে যাদের
জোটেনাকো তব আহার,
মুখে তুলে দাও অন্ন তাঁদের
দাও তব অধিকার।
মাঠে ঘাটে তারা দিনরাত খাটে
হাতে তুলে নেয় কাজ,
দিনের শেষে ঘরে ফিরে দেখে
উনুন জ্বলেনি আজ।
ফসলের দাম পায়না ন্যায্য
ফড়িয়াদের ফাঁদে পড়ি,
ঋণী হয়ে যায় মহাজনের কাছে
বেচেঁ থাকে পায়ে ধরি।
দিন কাটে তাঁদের উপোস থাকিয়া
ঋণ হয়ে যায় পাহাড়,
ঘৃণা বুকে নিয়ে হারিয়ে ফেলে
বেচেঁ থাকার অধিকার।
বাচিঁয়ে তোল খাদ্য রসদদের
মুখে তুলে নিতে রুটি,
হাত ধরে তাঁদের বুকে তুলে নাও
জাতের উর্দ্ধে উঠি।
No comments:
Post a Comment