Tuesday, August 31, 2021

অভিজিৎ রায়

বেকার ছেলে
               
আমরা হলাম বেকার ছেলে
বন্ধুত্ব টিকিয়ে রাখি হিংসা বিভেদ ভুলে

সমাজের চুখে আমরা নাকি নিষ্কর্মা
কিন্তু আমরা জানি আমরা  এক একটা বিশ্বকর্মা

চাকরি পেলেই নাকি স্ব-রোজগারি
আমরা নাকি বাবা মায়ের কোষাগার খালি করি

আমরা পারি না কোন ভালো কাপড় পড়তে
পড়তে হয় ছিড়া জামা কাপড়  মানুষের নানাহ অজুহাতে

ভালো কাজ করলেও সবাই বলে এটা আমরাও পারি
খারাপ কাজেও আমাদের নাকি অনেক পাল্লা ভারি


বিপদে মানুষের পাশে দাঁড়ালে বলে সবাই এসব নমুনা
দুর্দিনে পাশ কাটিয়ে গেলে সবাই বলে ওদের থেকে এটাই পাওনা

আগে গেলেও সমস্যা মোদের পিছনে নেই কোন ঠাই
বেকার বলে নেই কোন দাম কপালটা মোদের পুড়ে ছাই

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...