Tuesday, August 31, 2021

কৃষ্ণেন্দু অধিকারী

রাধিকার সন                      
                                      
বাজে শ্যামের বাঁশি বৃন্দাবনে
 সুরের সুধা হাওয়ায় ভাসে,
 গোপিনীর দলে ঘুম ভেঙে যায়
 প্রাণ ভরে যায় কানহার বেশে।

রাধার চোখে প্রেম আভূষণ
 ওরে শোন রে সখি বাঁশির বাদন,
 কৃষ্ণ শুধায় কোথায় প্রিয়ে?
 ওই স্নিগ্ধ বদন বিমল শোভন।

ব্রজের বালক রাখাল কানহা
 নন্দ দুলাল চক্রপাণি,
দোলের ক্ষণে রঙের মেলায়
 কৃষ্ণ সাজে রাধারানী।

রাখাল গড়ে রাসের কুঞ্জ
 অমৃত সুধা ঢেলে,
 গোপিনীর মনে রাধিকার সনে
 প্রেমের খেলা খেলে।

ফুলের ভিড়ে কুঞ্জে কুঞ্জে
 ইন্দু রাশি মাখায় আলো,
 বংশীধারী বংশী হাতে
 ধরার মাঝে প্রেম জাগালো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...