অদৃশ্য প্রেম
যাহার দ্বারা আমি সম্মোহিত হয়।
হৃদয়ের বন্ধন যেখানে বিচ্ছিন্ন হয় না
সতত জীবিত চিরসবুজ বৃক্ষের মত।
অনিলের মত শুধু অনুভূতিতে যে,
শরীর যার বিহীন অসহায়,
জ্যোৎস্না হয়ে সরণি দেখায় যে
অনুভবে সতেজ থাকে সে নিত্য ।
চিরকাল হতে যে জীবিত থাকে,
প্রদ্বীপের মতো যে জ্বলে আছে,
আকাশের মত যে অস্পৃশ্য,
অক্ষিতে যার মূল্যহীন,স্পর্শে সে শূন্য।
ঝড়ে যাওয়া শরীর যার খাদ্য নই,
জীবন-মৃত্যুর আবাস যার শুধু চিত্ত।
No comments:
Post a Comment