Tuesday, August 31, 2021

কৃষান নম:

আতঙ্ক
 
আবার এসেছে দেশবাসীকে, 
যন্ত্রণা ব্যথা দিতে আতঙ্কিত ভাইরাস।
আবার কিছু আতঙ্কের প্রতিশ্রুতি, 
আমাদের সেই স্বপ্নভঙ্গ। 
আবার মাঝরাতে অ্যাম্বুলেন্স আওয়াজ, 
ডাক্তারদের বিরক্তের চাবিকাঠি।
সমাজটা সভ্যতার মতো এগিয়ে চলছিল, 
তখনি আতঙ্কের দালাল এসে জগৎকে বিকরে দিলও।
অস্বস্তি কর, যন্ত্রণার পৃথিবীর বুকে অন্ধকার করে আনে, 
রং মাখা আনন্দ উল্লাস গলি গুলিতে।
নিয়ে আসে এক আতঙ্কের ছায়াযুদ্ধ, 
একটি প্লাস্টিক মোরানো লাসের গোপন গুহা।
সেখানে শুধু শোনা যায় অচল শরীরে নিঃশব্দ গজনের, 
শুধুই চারদিকে আতঙ্ক আতঙ্ক।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...