Saturday, December 28, 2019

সম্পাদকীয় প্যানেল

বছরের শেষ সংখ্যা এটি। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই একটা সংখ্যাই এটা প্রকাশের শত প্রতিকুলতার কষ্টকে ভুলিয়ে দিলো। ম্যাগাজিন মূলত চিৎকার করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সামগ্রিক বিষয় এই ছোট্ট সংখ্যায় সব বিষয় সাজানোর চেষ্টা করা হয়েছে। এই সংখ্যা সত্যিই অন্যরকম। তবুও আমরা কোনোভাবেই আত্মসন্তুষ্টির আওতায় আসবো না। প্রকাশের সাথে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি এই সংখ্যা পাঠকমহলে দারুণভাবে সমাদৃত হবে।ভূল ত্রুটির সব দায়ভার আমারই। মার্জনাপূর্বক মনন স্রোতকে তার সামাজিক দায়িত্ব পালনে সার্বিক সহযোগীতার হাত নিশ্চিত করবেন এই আশা রাখছি। সবাই ভালো থাকুন।

                                       শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
                                             জয় দেবনাথ
                                                 সম্পাদক 
                                                মনন স্রোত 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...