এ হলুদ বিকেলবেলায়
এ হলুদ বিকেল বেলায়
ব্যস্ত শহর ক্লান্ত ভীষণ দিনের শেষে!
চোখ বুজে স্বপ্ন দেখে না আর,
নীল আকাশে চোখ মেলে!
সময়ের তাড়ণায় বন্দী সবাই,
যান্ত্রিক চালকে পরিণত হয়ে!
শব্দ দূষণের মাঝে অনেক কথাই,
স্তব্ধতায় গুমড়ে মরে!
অনেক ইচ্ছেগুলোকে অনিচ্ছাক্রমে ,
দগ্ধ করে ফেলে!
দিশাহীন ভাবে যেন চলতে থাকে,
এ দিগন্তের বুকে!
নিজেকে হারিয়ে ফেললেও ,
অজানার ভিড়ে!
তবুও বেঁচে থাকে অসীম লড়াইয়ে!
অগ্রগতির যুগে এটাই বোধহয়,
মোদের বাস্তবতা হয়ে চলে।।
No comments:
Post a Comment